প্রসপারিনা সরকার
এই বিশ্ব ধরায় মানুষেরাই
আগে সৃষ্টি হয়েছে
তারপর মানুষেরই প্রয়োজনে
ধর্মের সৃষ্টি হয়েছে।
মানুষ, মানবতা ও সমাজের
কল্যাণের জন্য ধর্ম,
মানুষে,জাতিতে বিদ্বেষের জন্য
সৃষ্টি হয়নি কোন ধর্ম।
পৃথিবীতে মানব সেবা,
মানবতা উত্তম, উৎকৃষ্ট ধর্ম,
বিশ্বের জ্ঞানীগুণীজনও বলে
মানবতাই শ্রেষ্ঠ ধর্ম ।
আর নয় মানুষে মানুষে দ্বন্দ্ব
মানুষই শ্রেষ্ঠ, নয় ধর্ম।
তাই মানুষই বড়,
মানুষের চেয়ে
কখনোই বড় নয় ধর্ম।
সুতরাং এসো হে বিশ্ববাসী
পালন করি মানবধর্ম,
ত্যাগ করি বৈষম্য সৃষ্টিকারী
সকল অকল্যান, অধর্ম।