প্রসপারিনা সরকার
সমাজ চক্ষুর আড়ালে
পা টিপে
রক্ত মাংশের ঘ্রাণ
শুঁকে শুঁকে
অন্ধকারে সাজানো
পতিতার পশরাতে,
কত সভ্য সাধু
সুধীজনেরা ঢোকে।
কামনা নিবৃত্তিতে
অমানুষে ক্ষিপ্ত হয়,
ভালোবেসে মুখ
ঠোঁটের স্পর্শে
ব্যকুল হয়
পতিতার শরীরের
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে,
পরম তৃপ্তিতে ঢেকুর
তোলে।
ক্লান্ত অবসন্ন দেহ,
স্নান সেরে
ঝলমলে আলোয়
নীতি বাক্য বলে,
ওরা নষ্ট, ভ্রষ্টা,
সমাজচুত্য, অশুচি,
শুনে পতিতারা
লজ্জায় যায় মরি।